বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৯, ১৭ জুলাই ২০২৫

শুটিংয়ের আগে যে কারণে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন প্রযোজক

শুটিংয়ের আগে যে কারণে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন প্রযোজক
ছবি: সংগৃহীত

২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নতুন একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা, যিনি ‘ক্রিয়েটিভ ল্যান্ড’ ব্যানারে প্রথমবার চলচ্চিত্র প্রযোজনায় যুক্ত হয়েছেন। পরিচালনায় রয়েছেন আবু হায়াত মাহমুদ।

গল্প ও চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, সহযোগিতায় ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন। যদিও সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি, তবে প্রস্তুতি কার্যক্রম শেষ হয়েছে।

তবে সিনেমার শুটিং শুরুর আগেই আলোচনায় উঠে এসেছে একটি বিষয়—প্রযোজক শিরিন সুলতানার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। এ সাক্ষাৎ ঘিরে উঠেছে নানা গুঞ্জন।

তথ্য অনুযায়ী, নতুন প্রযোজকদের নানা প্রশাসনিক জটিলতা ও পাইরেসির ঝুঁকি মোকাবিলা সহজ করতে আগেভাগেই সরকারের সংশ্লিষ্ট মহলকে অবহিত করতেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে সিনেমা নির্মাণ ও মুক্তি সংক্রান্ত নিরাপত্তা, প্রশাসনিক সহায়তা ও পাইরেসি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী প্রযোজকের উদ্যোগকে স্বাগত জানান এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

সিনেমার কনসেপ্ট নিয়ে প্রযোজনা সূত্র জানিয়েছে, নব্বই দশকে ঢাকার আন্ডারওয়ার্ল্ড ঘিরে তৈরি হওয়া নানা ঘটনা ও মিথ এই সিনেমার মূল উপজীব্য।

পরিচালক আবু হায়াত মাহমুদ এক ভিডিও বার্তায় বলেন, “বাংলাদেশের অনেক পরিচালকেরই স্বপ্ন শাকিব খানকে নিয়ে কাজ করা। আমি সেই সুযোগ পেয়েছি বলে নিজেকে ভাগ্যবান মনে করছি। আশা করি, দর্শকদের জন্য একটি ভালো সিনেমা উপহার দিতে পারবো।”

সর্বশেষ