শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ০০:১০, ১০ নভেম্বর ২০২৫

আপডেট: ০০:২০, ১০ নভেম্বর ২০২৫

মোহাম্মদপুরে ওয়ার্কশপে অগ্নিকাণ্ড, মোটরসাইকেলে এসে আগুন দেয় ২ জন

মোহাম্মদপুরে ওয়ার্কশপে অগ্নিকাণ্ড, মোটরসাইকেলে এসে আগুন দেয় ২ জন
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় এক ওয়ার্কশপের সামনে থাকা মাইক্রোবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন লাগার পর বিস্ফোরণে একটি অ্যাম্বুলেন্স ও একটি পিকআপ ভ্যানও পুড়ে গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে আগুন দিয়েছে।

ঘটনা ঘটেছে শনিবার (৮ নভেম্বর) রাত দেড়টার দিকে ইউল্যাব ইউনিভার্সিটির প্রধান ফটকের পাশে। সরেজমিনে দেখা গেছে, সেখানে কয়েকটি ওয়ার্কশপ এবং খালি জায়গা রয়েছে, যেখানে পিকআপ ভ্যান রাখা ও গাড়ি মেরামত করা হয়। আগুনে পোড়া গাড়িগুলোর কাঠামো এখনও দেখা যাচ্ছে।

ওয়ার্কশপের নিরাপত্তাকর্মী লোকমান হাকিম জানিয়েছেন, আগুন ধরার সময় তিনি ও গাড়িচালক জুয়েল দক্ষিণ পাশে বসে ছিলেন। একটি মাইক্রোবাসে আগুন ধরে গেলে ক্যাপ ও মাস্ক পরা এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু সফল হননি। আরেকজন মোটরসাইকেলে বসে দ্রুত চলে যায়। আগুন নেভানোর চেষ্টা করা হলেও ব্যর্থ হওয়ায় বিস্ফোরণ হয় এবং অ্যাম্বুলেন্সের ছাদ ও যন্ত্রাংশ উড়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্সের মালিক মো. সাগর জানিয়েছেন, গাড়িটি দুইদিন আগে মেরামতের জন্য গ্যারেজে দিয়েছিলেন। তিনি বলেন, “সাড়ে ১৬ লাখ টাকায় গাড়িটি কিনেছি। মুহূর্তেই সব শেষ হয়ে গেল।” গ্যারেজের মালিক মো. জসীম বলেন, তারা সব সময় গাড়ি গ্যারেজের সামনে রেখে মেরামত করেন এবং এমন ঘটনা কখনও ঘটেনি।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী রফিক আহমেদ জানিয়েছেন, ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজ অনুযায়ী, একটি মোটরসাইকেলে দুজন ছিলেন। তারা কিছু ছুড়ে মারার পরপরই বিস্ফোরণ ঘটে। পুলিশ ধারণা করছে, ছুড়ে মারা বস্তুটি পেট্রলবোমা ছিল। দৌড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিকে সন্দেহের তালিকায় রেখে শনাক্তের চেষ্টা চলছে।

সম্পর্কিত বিষয়: