বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১১:০১, ১১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৪:০৫, ১১ সেপ্টেম্বর ২০২৫

জাকসু নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থীর

জাকসু নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থীর
ছবি: সংগৃহীত

বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচনে ১০ নং হল কেন্দ্রে ভোট দিয়েছেন ছাত্রশিবির সমর্থিত' সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল' মনোনীত জিএস পদপ্রার্থী মাজহারুল ইসলাম। বৃহস্পতিবার বেলা সাড়ে ৯টার দিকে ১০ নং হল কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি।

ভোটপ্রদান শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাজহারুল ইসলাম বলেন, 'আমরা শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উৎসবমুখর পরিবেশ দেখতে পাচ্ছি। সবাই খুব আনন্দের সঙ্গে ভোট দিচ্ছেন।'

তিনি আরো বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার কথা আমরা আগে থেকেই বলে আসছি। তার একটি নজীর আজ সকালেও হয়েছে। পোলিং এজেন্টদেরকে কেন্দ্রে প্রবেশ করাতে আমাদের সমস্যা হয়েছে। আমরা আশা করব বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের সীমাবদ্ধ কাটিয়ে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে।'

এবার জাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জাকসুর ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ প্রার্থী। নির্বাচনে বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে সর্বমোট আটটি প্যানেল অংশগ্রহণ করবে। ছাত্রদের ১১টি ও ছাত্রীদের ১০টি হল মিলিয়ে মোট ২১ ভোটকেন্দ্র ঠিক করা হয়েছে। এসব কেন্দ্রে স্থাপন করা হয়েছে ২২৪টি বুথ।