ইবিতে কুষ্টিয়া জেলা পরিষদের আত্মপ্রকাশ, আহ্বায়ক কমিটি গঠন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আত্মপ্রকাশ করেছে 'কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদ'। গঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব হিসেবে রয়েছেন মো. হাফিজুর রহমান ও মো. শান্ত শিশির।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি'র ১১৬ নম্বর কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটি আত্মপ্রকাশ করে। এসময় একটি আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা- কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জেসমিন আক্তার ও অন্যান্য শিক্ষকবৃন্দ। এছাড়াও ছিলেন নব্য আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ সহ অর্ধশতাধিক শিক্ষার্থী। কমিটিতে স্থান পেয়েছে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক ইমন, যুগ্ম আহ্বায়ক মো. লিমন হোসেন, মো. চন্দন আলী, সুলতান মাহমুদ, হুমায়রা কবীর মহুয়া ও জান্নাতুল ফেরদাউস অবন্তি।
এছাড়াও সদস্য হিসেবে আছেন মো. শাকিব হোসেন, আলী নেওয়াজ শরীফ, মাহমুদুর রহমান সৌরভ, শাহরিয়ার নাফিজ নাইয়্যান, মো. প্রিন্স, তাসনিম হাসান তাপ্তি, মোছা. নিশাত আক্তার, তাহসীন খান, হাবিবা সরকার, সাবিত আল ফায়েজ, মো. তন্ময় হোসেন সুমাইয়া সুলতানা বিথি, মো. আলিনুর রহমান এবং মো. শাওন আলী।
কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা ও কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান বলেন, ‘আমি এই বিশ্ববিদ্যালয়ের নিকটতম প্রতিবেশি। নিজের জেলার প্রতি আমাদের একটি বিশেষ অনুভূতি কাজ করে। যে জন্য অনেক দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা এসে এক প্লাটফর্মে যুক্ত হয়। যারা বাহিরে থাকে তারা জেলা ছাত্র কল্যাণের প্রয়োজনীয়তা বোঝে। কিন্তু আমার যারা আশেপাশে থাকি তারা ঠিক অতোটা অনুভব করি না। যে কারণে আমাদের একত্রিত হবে অনেক সময় লেগে গেলো। আজ এখানে ৫০ জন আছে খুব শীঘ্রই এই জায়গা ৫০০ জনে পরিপূর্ণ হয়ে উঠবে।’
তিনি আরও বলেন, ‘এই সংগঠনটির একটি গঠনতন্ত্র আছে, সে অনুযায়ী এটি পরিচালিত হবে। সকলে ফ্রম পূরণের মাধ্যমে সংগঠনে যুক্ত হবে। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। যেখানে ভালো শিক্ষার্থীদের সব সময়ই গুরুত্বের সাথে দেখা হবে। এটি কোনো ব্যক্তির কল্যাণ নয়, এটি একটি গোষ্ঠীর কল্যাণে কাজ করে যাবে।’