মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

|১২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন: ফরিদা আখতার
সরকারে আস্থার সঙ্কট, তত্ত্বাবধায়কের আদলে ভূমিকার দাবি
জুলাই জাতীয় সনদ ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে: ড. মুহাম্মদ ইউনূস
সালমান শাহ হত্যা মামলায় সামিরা হক ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি
বিএনপি ৩ বছর আগেই সংস্কার শুরু করেছে: মঈন খান
মাহফুজ তার বক্তব্যে প্রমাণ করেছেন, তিনি ওই পদের যোগ্য নন : মাসুদ কামাল
দীর্ঘ লড়াই শেষে প্রাথমিকের ৪৫ প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে
রাজশাহীর বাঘায় চর দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ২
প্রিজন ভ্যানে ওঠার পর দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু
ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনবে বিএনপি: আমীর খসরু
সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১
সংবাদপত্র ও বেসরকারি টিভি চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ানো হবে: তথ্য উপদেষ্টা

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৩, ১৮ অক্টোবর ২০২৫

একসঙ্গে বাবা-মেয়ের এইচএসসি পাস

একসঙ্গে বাবা-মেয়ের এইচএসসি পাস
ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাবা ও মেয়ে। একই সঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন আব্দুল হান্নান ও তার মেয়ে হালিমা খাতুন। এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় তারা। বাবা আব্দুল মান্নান পেয়েছেন জিপিএ-৪.৩৩, তার মেয়ে হালিমা খাতুন পেয়েছেন জিপিএ-৩.৭১।

স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামের মৃত লাল মিয়ার ছোট ছেলে আব্দুল হান্নান দীর্ঘ ২৫ বছর পর ফের শিক্ষাজীবনে ফিরেছেন। ১৯৯৮ সালে নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর সংসার জীবনে প্রবেশ করেন তিনি। সাংসারিক জিবনে দুই সন্তানের জনক আব্দুল হান্নান শিক্ষার প্রতি অদম্য আগ্রহে ২০২৩ সালে রুইগাড়ি হাই স্কুল থেকে আবারও এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন। তখন তিনি কাউকে না জানিয়েই স্কুলে ভর্তি হয়েছিলেন এবং নিজের মেয়ের সঙ্গে একসঙ্গে পরীক্ষা দিয়ে কৃতকার্য হন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে তিনি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়ান।

এ বছর আব্দুল হান্নান বাঘা কাকড়ামারি কলেজ থেকে এবং তার মেয়ে হালিমা খাতুন গোপালপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন।

হালিমা খাতুন বলেন, 'পরিবারে আর্থিক অসচ্ছলতা থাকলেও বাবার পড়াশোনার প্রতি প্রবল ইচ্ছাশক্তি আমাকে অনুপ্রাণিত করেছে। আমরা একসঙ্গে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা শেষ করতে চাই।'

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, 'আব্দুল হান্নান প্রমাণ করেছেন শিক্ষার বয়স নেই। আমরা তাকে স্বাগত জানাই। যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তা দেওয়া হবে।'

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ