বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩০, ১ অক্টোবর ২০২৫

ট্রাক ও সিএনজির সংঘর্ষে একই পরিবারের ৫ জন আহত

ট্রাক ও সিএনজির সংঘর্ষে একই পরিবারের ৫ জন আহত
ছবি: সদ্য সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জন আহত হয়েছে। বুধবার রাত ৮ টায় নবীনগর টু রাধিকা সড়কের শিবপুর কলেজ মোড়ে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামের নিপেন্দ্র কর্মকার (৫০), ঝুমলা কর্মকার (৪০), আদিতা কর্মকার (৩০), মনি কর্মকার (৭), চয়ন কর্মকার (৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যাত্রীবাহী সিএনজি নবীনগরে যাওয়ার পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ৫ জন আহত হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নিপেন্দ্র কর্মকারকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন।

পারিবারি সূত্রে জানা যায়, পূজা উদযাপন করে বাড়িতে ফেরার পথে শিবপুর কলেজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নবীনগর থানার (ওসি) শাহীনূর ইসলাম জানান, ট্রাক ও সিএনজির সংঘর্ষে একই পরিবারের ৫ জন আহত হয়েছে।