বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২:০০, ২৯ সেপ্টেম্বর ২০২৫

গোসাইরহাটে ৮টি মণ্ডপে পূজা শুরু

গোসাইরহাটে ৮টি মণ্ডপে পূজা শুরু
ছবি: সদ্য সংবাদ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শরীয়তপুর গোসাইরহাটের ৮টি পূজামুজাপে উৎসবমুখর পরিবেশে চলছে পূজা উদযাপন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) পূজার মহাসপ্তমীতে সকাল থেকে গোসাইরহাটে দাশেরজঙ্গল চৌধুরী বাড়ি কালিখোলা, জুশোরগাঁও বাজার পূজামণ্ডপসহ উপজেলার ৮টি পূজামণ্ডপে ভক্তরা জড়ো হয়ে দেবী দুর্গাকে বরণ করে নেন। আগামী কয়েক দিন ভক্তরা মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমীতে নানা আচার-অনুষ্ঠান ও ধর্মীয় কর্মসূচিতে অংশ নেবেন।

দুর্গোৎসব ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা আয়োজনের মধ্য দিয়ে ধর্মীয় উৎসবকে বর্ণিল করে তুলেছেন আয়োজকরা। ভক্তরা প্রত্যাশা করছেন শান্তি, সমৃদ্ধি ও শুভ শক্তির বিজয়।

সারাবছর অপেক্ষার প্রহর শেষে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আয়োজন শারদীয় দুর্গোৎসব। হিন্দু শাস্ত্রমতে দুষ্টের বিনাশ ও সৃষ্টের পালন করতে বছর ঘুরে আবারও দুর্গতিনাশিনী দশভুজা ‘মা দুর্গা’ এসেছেন ধরায়। আজ মহাষষ্ঠী। ঢাক, কাঁসর, ঘণ্টা, শঙ্খ আর উলুর ধ্বনির মাধ্যমে বেলগাছের নিচে পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা।

গোসাইরহাট পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুভল বিশ্বাস বলেন, 'মহালয়া থেকেই দুর্গোৎসবের সূচনা হলেও শাস্ত্রমতে দুর্গাপূজা শুরু হয় মহাষষ্ঠী থেকে।'

শরীয়তপুর জেলা পুলিশ সুপার মো.নজরুল ইসলাম বলেন, 'পুলিশ সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে বদ্ধ পরিকর। শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উৎসব উদযাপনে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজাকে ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই।'

পুলিশ সুপার সর্বাত্তক সহযোগিতা এবং স্বেচ্ছাসেবকদের সতর্কতা ও তৎপর থাকার নির্দেশ প্রদান করেন।

সর্বশেষ