ময়মনসিংহে অগ্নিকাণ্ডে ১৮ ঘর পুড়ে ছাই, নিহত ১

ময়মনসিংহের ভালুকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় রফিকউল্লাহ রহমান (৩৫) নামে এক ব্যক্তি দগ্ধ হয়ে নিহত হয়েছেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার জামিরদিয়া গ্রামের কলাবাগান এলাকায় তোফাজ্জল হোসেনের ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকউল্লাহ রহমান ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বুটিয়াপাড়া গ্রামের সুরুজ্জামানের ছেলে। তিনি স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন এবং ভাড়া বাসায়পরিবার নিয়ে বসবাস করছিলেন। অগ্নিকাণ্ডের সময় ঘর থেকে মালামাল বের করতে গিয়ে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এলাকাবাসী থেকে জানা যায়, একটি গ্যাসের রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়। এবং সাথে সাথেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে অন্তত ১৮টি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। নিহতের লাশ উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
সদ্য সংবাদ/এসএইচ