শরীয়তপুরে তাইয়েবা হত্যার আসামি সনাক্তের দাবিতে মানববন্ধন

শরীয়তপুরের সখিপুরে নিখোঁজের ৪৮ ঘন্টা পর সেফটি ট্যাংক থেকে উদ্ধার হওয়া ছয় বছরের শিশু তাইয়েবা হত্যার আসামি সনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় সখিপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, একটি নিষ্পাপ শিশুকে হত্যার ঘটনা মেনে নেওয়া যায় না। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে বক্তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানান—অবিলম্বে ঘটনার রহস্য উদঘাটন করে তাইয়েবার হত্যাকারীদের গ্রেপ্তার করা হোক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, তায়েবা হক গত বুধবার বিকালে বাসা থেকে খেলার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে সখিপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। এরপর নিঁখোজের ৪৮ ঘন্টা পর অর্থাৎ শুক্রবার দুপুরে তায়েবার বাড়ি থেকে খানিকটা দূরে মজিদ মোল্লার বাসার সেপটিক ট্যাংকের ঢাকনা কিছুটা খোলা দেখলে সন্দেহ হয়। পরে ঢাকনা সরিয়ে সেখানে তায়েবার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পরিবার ও স্থানীয়রা।
সদ্য সংবাদ/এসএইচ