বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৫:৫৩, ২৩ সেপ্টেম্বর ২০২৫

জামায়াতে যোগ দিলেন বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী

জামায়াতে যোগ দিলেন বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিএনপি প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। রোববার সন্ধ্যায় পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচুড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন বিএনপির নেতাকর্মীরা।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গফরগাঁও উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাঈল হোসেন সোহেল মাষ্টার, পাগলা থানা জামায়াতে ইসলামীর আমীর, মাওলানা এমদাদুল হক এবং পাঁচবাগ ইউনিয়ন জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ নবাগত কর্মীদের অভিনন্দন জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন।

এসময় উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাঈল হোসেন সোহেল মাষ্টার বলেন, জামায়াতের ইসলামীর রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে মাদক, সন্ত্রাস, ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে এবং ইসলামী আইন ও শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে বিএনপি থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

সর্বশেষ