সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২-এর জজ আদালতের বিচারক বেগম সালমা খাতুন এই আদেশ দেন। এই আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার মাওলানা হযরত আলীর ছেলে সুলতান মাহমুদ (৫৫)।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, কামারখন্দ উপজেলার কাশিয়াহাটা গ্রামের সুলতান মাহমু গত ২০২০ সালে আগস্ট মাসে বিভিন্নভাবে ফুসলিয়ে ও প্রলোভন দেখিয়ে প্রতিবেশী মারুফা খাতুন কে বিবাদির শয়ন কক্ষে নিয়ে বিবস্ত্র করে হাত পা বেঁধে মুখে কাপড় গুঁজে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ঘটনা জানাজানি হলে বিবাদী সুলতান মাহমুদ বাদীকে বিভিন্নভাবে ভয়ভীতি ও মামলায় ফাঁসানোর হুমকি প্রদান করেন। বাদি কোনো কোনো না কোনো পরে আইনগত সহায়তার জন্য মামলা দায়ের করেন।
মামলা চলাকালে সকল সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আসামিকে যাবজ্জীবন ও এক লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত।