বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৭, ১৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২০:০৩, ১৯ সেপ্টেম্বর ২০২৫

নরসিংদীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

নরসিংদীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত
ছবি: সংগৃহীত

নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বীরগাঁও সাতপাড়া গ্রামে প্রতিপক্ষের গুলিতে ফেরদৌসী আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত ফেরদৌসী ওই এলাকার রায়েস আলীর স্ত্রী।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।

স্থানীয়রা জানায়, বিএনপির দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার ও রাজনৈতিক বিরোধীতার কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষে ইদন মিয়া নামের এক বৃদ্ধ নিহত হন ও বেশ কয়েকজন আহত হন। এ ঘটনারই প্রেক্ষিতে শুক্রবার অস্ত্রধারী সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়লে ফেরদৌসী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার সাংবাদিকদের বলেন, ঘটনার বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে । বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সদর মডেল অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ