বগুড়া পলিটেকনিক শিক্ষার্থীদের ৩ঘন্টা মহাসড়ক অবরোধ

পেশাগত সমস্যা নিরসনে গঠিত কমিটি প্রত্যাখ্যান, প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি এবং ডিগ্রি প্রকৌশলীদের তিন দফা অযৌক্তিক দাবি বাতিলের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট এর সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হওয়া এই কর্মসূচি পরবর্তীতে শহরের প্রধান সড়কে ছড়িয়ে পড়ে।
বিক্ষোভকারীরা পলিটেকনিক ইনস্টিটিউট গেট থেকে মিছিল নিয়ে বনানী লিচুতলা মোড়ে এসে সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-রংপুর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা দুপুর একটা থেকে শুরু হওয়া অবরোধ বিকাল তিনটা পর্যন্ত চলে। এতে করে তিনঘন্টা ধরে চলা মহাসড়কে অবরোধ জনদুর্ভোগ বাড়ায় কয়েক গুণ। শত শত যানবাহন সড়কের দুই পাশে আটকা পড়লে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল বিভাগের যষ্ঠ সেমিষ্টারের শিক্ষার্থী মারুফ প্রধান বলেন, আজকে আমাদের আন্দলনটা হলো বুয়েটের প্রকৌশলীরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারদের প্রকাশ্যে গুলি করার হুমকী দিয়েছে।ডিগ্রীধারি ইঞ্জিনিয়ারা একটি অশোভন কমিটি গঠন করেছে এই কমিটির বিরুদ্ধে আমাদের আন্দলন। এই কমিটি যতক্ষণ পর্যন্ত ভাঙ্গা না হবে ততোক্ষণ পর্যন্ত আন্দলন চলতে থাকবে ।
বিক্ষোভকারীরা জানান, তাদের পেশাগত দাবিগুলো উপেক্ষা করা হচ্ছে। এর প্রতিবাদেই তারা এই কর্মসূচি পালন করছেন। অবিলম্বে দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
বিক্ষোভ শেষে পলিটেকনিক শিক্ষার্থীরা আগামীকালের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করেন। তারা জানান, বৃহস্পতিবার ‘কাকতাড়ুয়া দহন কর্মসূচি’ পালন করা হবে।