রূপগঞ্জে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যতিক্রমী উদ্যোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। তিনি মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,অভিভাবক,ও স্থানীয় রাজনীতিবিদদের সাথে নিয়ে মাদক বিরোধী সেমিনার ২০২৫ এ আয়োজন করা হয়েছে। এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে উপজেলার কালনী হিরনাল উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থী, অভিভাবক ও রাজনীতিবিদদের মাদক বিরোধী সেমিনার করেন।
এ মাদক বিরোধী সেমিনারে কালনী হিরনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল আলম খানের সভাপতিত্বে ও দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
এসময় মাদক বিরোধী সেমিনারে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মাহফুজুর রহমান হূমায়ূন,দাউদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, দাউদপুর ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক আফরান উদ্দিন,যুগ্ম সম্পাদক রিয়াদ ভূইয়া কিরণ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রুবেল,দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক নয়ন সরকার প্রমুখ।