হবিগঞ্জে রঙিলা মিয়া হত্যাকাণ্ডের পলাতক আসামী খেলন মিয়া আটক

হবিগঞ্জের বানিয়াচংয়ে রঙিলা মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় ১ জন পলাতক আসামিকে আটক করেছে র্যাব-৯। শনিবার (০৬ সেপ্টেম্বর দিবাগত রাতে তাকে আটক করা হয়েছে বলে রোববার (০৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
আটককৃত খেলন মিয়া (৩৫) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নোয়াপথরিয়া গ্রামের মৃত জনাব আলীর ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, গত ১৪ জুলাই রঙিলা মিয়া নিখোঁজের পর হতে ১৯ জুলাই দুপুরের মধ্যবর্তী যে কোন সময় তাকে আসামিরা পরস্পর যোগসাজসে খুন করে লাশ গুম করার উদ্দেশ্যে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানাধীন ১০নং সুবিদপুর সুনারু মাঠের দক্ষিণে সোনাডুবা বিলে ফেলে রেখে যায়। পরবর্তীতে ভিকটিমের আত্মীয়-স্বজন খোঁজ পেয়ে লাশের দাফন সম্পন্ন করেন। এ ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে বানিয়াচং থানায় একটি হত্যামামলা দায়ের করেন। এই ঘটনার প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ শনিবার রাতে হবিগঞ্জ জেলার বাহুবল থানার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় ২নং পলাতক আসামিকে খেলন মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।