ভোলার ১০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নদী উত্তাল হয়ে উঠায় ভোলার ১০টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। দুর্ঘটনা এড়াতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ ভোলা নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. জসিম উদ্দিন।
বন্ধ থাকা ১০টি রুট হলো:
-
ইলিশা-লক্ষ্মীপুর
-
দৌলতখান-আলেকজান্ডার
-
চরফ্যাশন-ঢাকা
-
হাতিয়া-ঢাকা
-
চরফ্যাশন-হাতিয়া
-
মনপুরা-ঢাকা
-
তজুমদ্দিন-মনপুরা
-
এবং আরও কয়েকটি ছোট নৌপথ
তবে ইলিশা-ঢাকা, খেয়াঘাট-ঢাকা, বোরহানউদ্দিন-ঢাকা, লালমোহন-ঢাকা, ঘোষেরহাট-ঢাকা ও ভেদুরিয়া-বরিশাল রুটে লঞ্চ চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।
ট্রাফিক ইন্সপেক্টর জসিম উদ্দিন বলেন, ‘আবহাওয়ার অবনতি হলে প্রয়োজন অনুযায়ী অন্যান্য রুটেও লঞ্চ চলাচল বন্ধ করা হতে পারে। আমরা যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’
আবহাওয়ার উন্নতি হলে পুনরায় চলাচল স্বাভাবিক করা হবে বলেও তিনি জানান।