বুধবার, ০৬ আগস্ট ২০২৫

|২১ শ্রাবণ ১৪৩২

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৩, ২৬ জুলাই ২০২৫

আপডেট: ১৩:৪৯, ২৬ জুলাই ২০২৫

খাগড়াছড়িতে জেএসএস-ইউপিডিএফ সংঘর্ষে নিহত ৪

খাগড়াছড়িতে জেএসএস-ইউপিডিএফ সংঘর্ষে নিহত ৪

খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি দুই সংগঠন সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএস এবং প্রসিত খিসা নেতৃত্বাধীন ইউপিডিএফ-এর মধ্যে গোলাগুলির ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জোড়া সিন্ধু কারবারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ইউপিডিএফের সশস্ত্র গ্রুপ কমান্ডার বিপ্লব চাকমার নেতৃত্বে ৪০-৪৫ জনের একটি দল এবং জেএসএসের সশস্ত্র কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বে ৩৫-৪০ জনের আরেকটি দল মুখোমুখি হলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় হয়।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ইউপিডিএফ (প্রসিত) এর সামরিক শাখা ‘গণমুক্তি ফৌজ’ বা ‘পিপলস্ লিবারেশন আর্মি’র চার সদস্য এতে নিহত হন। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানিয়েছেন, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
 

সম্পর্কিত বিষয়: