বুধবার, ০৬ আগস্ট ২০২৫

|২০ শ্রাবণ ১৪৩২

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১১, ২২ জুলাই ২০২৫

নেত্রকোনায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নেত্রকোনায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
ছবি: সদ্য সংবাদ

নেত্রকোনার মোহনগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে মাকে হত্যার মামলায় মো. মোবারক হোসেন সাগর (২০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) নেত্রকোনার জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৪ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে পারিবারিক কথা কাটাকাটির জেরে মোবারক হোসেন সাগর তার মা মনোয়ারা বেগমকে (৪২) নিজ ঘরে প্লাস্টিকের রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যাকাণ্ডের পরদিন নিহতের ভাই মো. ইউনুস মিয়া মোহনগঞ্জ থানায় মামলা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাসেম, এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. আবুল বাশার। মামলায় রাষ্ট্রপক্ষ ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সক্ষম হয়।

রায় ঘোষণার পর পিপি আবুল হাসেম বলেন, ‘এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এটি সমাজে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।’

স্থানীয়রা জানান, মোবারক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং পারিবারিক বিভিন্ন বিষয়ে মায়ের সঙ্গে তার বিরোধ ছিল। মামলাটির দ্রুত নিষ্পত্তি ও কঠোর রায়কে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ