গোপালগঞ্জে কারফিউ শেষে ১৪৪ ধারা জারি

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণহানির ঘটনায় কারফিউ প্রত্যাহারের পর এখন পুরো জেলায় ১৪৪ ধারা জারি রয়েছে। সকাল থেকে পরীক্ষার্থী, শিক্ষার্থী, জরুরি সেবা এবং সরকারি অফিস আদালত ছাড়া সকল ধরনের জনসমাগম, সভা-সমাবেশ ও একাধিক ব্যক্তির একসঙ্গে চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শনিবার রাত ৮টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বহাল ছিল। এরপর জেলা প্রশাসনের নির্দেশে জারি করা হয় ১৪৪ ধারা। গোপালগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান শনিবার রাত ১০টা ৩০ মিনিটে এ সিদ্ধান্ত নেন।
পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা বাহিনী শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে। সীমিত পরিসরে কিছু দোকানপাট খুলেছে এবং যানবাহন চলাচল করছে।
এদিকে গত বুধবারের সংঘর্ষে চারজন নিহত হওয়ার পর বৃহস্পতিবার রাতে আরও একজন গুলিবিদ্ধ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংঘর্ষে প্রাণহানির ঘটনায় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। ইতোমধ্যে পুলিশ পৃথক চারটি মামলায় তিন হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করেছে এবং ২৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির উপর নজর রেখে প্রয়োজনে কারফিউ আবারও আরোপ করা হতে পারে।