শীঘ্রই এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হতে চলেছে: মেজর হাফিজ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, অচিরেই এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হতে চলেছে। বিশ্বের অন্যান্য দেশে সংবিধান সংশোধনের কাজ করেন নির্বাচিত প্রতিনিধি, অথচ বাংলাদেশে এ দায়িত্ব নিয়েছেন একদল অনির্বাচিত ব্যক্তি। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।