আ. লীগের নেতার সাথে তিন রাষ্ট্রদূতের গোপন বৈঠক!
রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ঢাকায় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে গোপন বৈঠক করেছেন নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের রাষ্ট্রদূতেরা। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর গুলশান-২ এলাকায় তাঁর নিজ বাসভবনে প্রায় দুই ঘণ্টা ধরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্র থেকে জানা গেছে, বৈঠকে উপস্থিত ছিলেন নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস ও ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার। তিন কূটনীতিকই অফিসিয়াল কূটনৈতিক ফ্ল্যাগ বা সিগনেচারবিহীন একই গাড়িতে গুলশানের ওই বাসায় প্রবেশ করেন এবং বৈঠক শেষে বিকল্প রাস্তা ব্যবহার করে সেখান থেকে বেরিয়ে যান। সচরাচর এমন গোপনীয়তা কূটনৈতিক বৈঠকে দেখা যায় না।