ঐক্যবদ্ধ শক্তিই আগামীর বাংলাদেশের ভিত্তি: মুশফিকুল আনসারী
মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, যে ঐক্যবদ্ধ শক্তি স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করেছিল, তাদের সবাইকে আগামী বাংলাদেশের গঠনমূলক ভূমিকার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ‘সেইভ বাংলাদেশ’ নামের বেসরকারি সংগঠনের আয়োজনে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ভার্চুয়ালি অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা জানান।