পাহাড়ে ধর্ষণ ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার বানানোর প্রতিবাদ পিসিসিপির
পার্বত্য চট্টগ্রামে ধর্ষণ ইস্যুকে সাম্প্রদায়িক ও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে পিসিসিপি। বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজম বলেন, `পাহাড়ে যে কোনো ধর্ষণ বা নারী নির্যাতনের ঘটনা অপরাধ হিসেবেই দেখা উচিত। কোনোভাবেই জাতিগত বা রাজনৈতিক দৃষ্টিতে নয়।`