নিবন্ধন পেল এনসিপি, বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ আম জনগণ পার্টি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) ও বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। আখতার আহমেদ বলেন, `ইসির শর্ত অনুযায়ী এই তিনটি দলই কোয়ালিফাই করেছে।তাদের ব্যাপারে আগামীকাল আমরা প্রত্রিকায় বিজ্ঞপ্তি দেব।