শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা

জাতীয় নির্বাচনের আগে নয়, নির্বাচনের পর হবে বিশ্ব ইজতেমা

জাতীয় নির্বাচনের আগে নয়, নির্বাচনের পর হবে বিশ্ব ইজতেমা

উপদেষ্টা বলেন, ‘ইজতেমা আয়োজনের সময় বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করতে হয়। কিন্তু নির্বাচনের আগে সেই সুযোগ নেই। তাই উভয় গ্রুপ নির্বাচনের পরে বিশ্ব ইজতেমা আয়োজনের বিষয়ে একমত হয়েছেন।’ তিনি জানান, ঈদুল ফিতরের পর উভয় পক্ষের সঙ্গে পুনরায় বৈঠক করে ইজতেমার তারিখ নির্ধারণ করা হবে। সেই বৈঠকেই ঠিক হবে কোন পক্ষ আগে এবং কোন পক্ষ পরে ইজতেমা আয়োজন করবে। তবে তিনি স্পষ্ট করে বলেন, ‘বিশ্ব ইজতেমা একটি হওয়ার কোনো সুযোগ নেই।’ সাধারণত প্রতিবছর শীতকালে, জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে, গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে অনুষ্ঠিত হয় তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশ হিসেবে পরিচিত।

মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে করা যাবে হজযাত্রী নিবন্ধন

মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে করা যাবে হজযাত্রী নিবন্ধন

হজযাত্রী নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ শিথিল করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার (৭ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ-১ শাখা হতে এ বিষয়ে পত্র জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৬ সনের হজে গমনেচ্ছুদের নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ শিথিল করা হয়েছে। এক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে নিবন্ধনকারী হজযাত্রী/হজ এজেন্সিকে ভিসা ইস্যুর নিমিত্তও পিআইডি নির্ধারণ করার সময় অবশ্যই মেয়াদ সম্বলিত পাসপোর্ট সিস্টেমে হালনাগাদ করতে হবে। অন্যথায়, হজযাত্রীর ভিসা হবে না।

পূজার্থীরা সাহসের সঙ্গে দুর্গাপূজা উদযাপন করবেন: ধর্ম উপদেষ্টা

পূজার্থীরা সাহসের সঙ্গে দুর্গাপূজা উদযাপন করবেন: ধর্ম উপদেষ্টা

বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, আপনারা যারা পূজার্থী, তারা সাহসের সঙ্গে বুক ফুলিয়ে দুর্গাপূজা উদযাপন করবেন। আপনারা যাতে নির্বিঘ্নে পূজা পালন করতে পারেন, সেজন্য প্রশাসন সার্বক্ষণিক নিরপত্তার বিষয়ে খেয়াল রাখবে। তিনি আরো বলেন, এবার সারাদেশে একটি হটলাইন চালু করা হচ্ছে, যেটির মাধ্যমে কোনো ধরনের অপরাধ উদ্বেগের সৃষ্টি হলে, তা হটলাইনে অবহিত করলে যেন সঙ্গে সঙ্গে প্রশাসন উপস্থিত হয়ে ব্যবস্থা গ্রহণ করতে পারে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে সুন্দর ও শান্তিতে দুর্গাপূজা উদযাপন করতে পারে সেটিই সরকারে মূল এজেন্ডা। সেজন্য আগামীকাল ২১ সেপ্টেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সারাদেশে দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি নিয়ে একটি সভা আয়োজন করা হয়েছে।