টাইফয়েড টিকা দেওয়া হয়েছে ১ কোটি ৭০ লাখ শিশুকে
ইপিআই, ইউনিসেফ বাংলাদেশ এবং স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় সারাদেশে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ১ কোটি ৭০ লাখ শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে টিকাদান কর্মসূচির সাফল্য এবং শক্তিশালীকরণের লক্ষ্যে আয়োজিত এক সভায় এ তথ্য জানানো হয়। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত এই টিকাদান চলবে বলে জানায় তারা।