চাচাকে বাবা পরিচয়ে বিসিএস ক্যাডার, করা হবে ইউএনওর ডিএনএ টেস্ট
চাচা-চাচিকে বাবা-মা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছিলেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তা কামাল হোসেন। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত রয়েছেন। এই ঘটনায় গত বছরের ২৬ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে মামলা করে। সর্বশেষ সংস্থাটি তার প্রকৃত পিতামাতাকে শনাক্তে ডিএনএ পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে।