বিএনপি মাজার ভাঙচুর-লাশ পোড়ানো রাজনীতি বিশ্বাস করে না: কেএম মামুন
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাজার ভাংচুর হচ্ছে, লাশ পুড়ানো হচ্ছে। আমরা মাজার ভাঙচুর ও লাশ পুরানো রাজনীতি বিশ্বাস করি না। আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে তাকেই আমরা জয়ী করবো। বিএনপি ক্ষমতায় এলে কৃষক তাদের ন্যায্য অধিকার পাবে। ১৭ বছরের কৃষক ক্ষাতে অনেক লুটপাট হয়েছে।