নারীদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করলে ভুল হবে: সেনাপ্রধান
দেশের ৫০ ভাগ নারী জনগোষ্ঠীকে বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করলে সেটা ভুল হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (১৪ নভেম্বর) জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সেনাপ্রধান বলেন, `নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে। আমরা এসময় বিভিন্ন জয়গায় নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন চাচ্ছি। নারীরা সেখানে তাদের অবস্থান সুদৃঢ় করবে। দেশ-জাতি গঠনে কাজ করবে।`