অপারেশন সিঁদুর নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন ভারতের বিমানবাহিনীর প্রধান
গত জুন মাসে পেহেলগামে সন্ত্রাসীদের হামলায় ২৬ জন ভারতীয় নিরীহ নাগরিক নিহত হন। ওই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানে সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ পরিচালন করেন নয়াদিল্লী। এবার সেই সংঘাতের একটি বড় তথ্য প্রকাশ করেছেন ভারতের বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত (এপি) সিং। তিনি দাবি করেন, ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের কমপক্ষে ৬টি বিমান ধ্বংস করেছে।