রাশিয়ার সামরিক মহড়ায় ভারত-ইরান-বাংলাদেশ
ভারত, ইরান, বাংলাদেশসহ ৭টি দেশের সেনারা রাশিয়া নেতৃত্বাধীন `জাপাদ-২০২৫` সামরিক মহড়ায় অংশ নিয়েছে। মহড়ায় রাশিয়া ও বেলারুশ যৌথভাবে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুশীলন করেছে। একইসাথে ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো নিক্ষেপ করা ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও প্রদর্শন করা হয়েছে। খবর আল জাজিরার। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাশিয়ান সংবাদ সংস্থা তাস জানিয়েছে, মহড়ায় ভারতের ৬৫ জন সেনা এতে অংশ নিয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও বিষয়টি নিশ্চিত করেছে।