দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিষয়ে আপোস করব না: বাবর
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে অতীতে যেমন কোনো আপোস করেননি, ভবিষ্যতেও করবেন না। জনগণের অধিকার, গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষায় তিনি দৃঢ়ভাবে কাজ করে যাবেন ইনশাআল্লাহ। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় বিএনপির আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।