মিয়ানমারে সাইবার প্রতারণা, স্পেসএক্সের হাতে নিষ্ক্রিয় আড়াই হাজার ডিভাইস
মিয়ানমারের সীমান্ত এলাকায় প্রতারণা দমনে বড় পদক্ষেপ নিয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। প্রতিষ্ঠানটি জানিয়েছে, থাইল্যান্ড সীমান্তঘেঁষা এলাকায় প্রতারকদের হাতে থাকা আড়াই হাজারেরও বেশি স্টারলিংক ডিভাইস নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। এসব এলাকায় আইনের শাসন না থাকায় সেখানে গড়ে উঠেছে অসংখ্য সাইবার প্রতারণা কেন্দ্র বা স্ক্যাম সেন্টার, যা এখন আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বুধবার (২২ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে এই তথ্যটি জানিয়েছে।