চীনের ব্রহ্মপুত্র বাঁধ ‘বোমার চেয়ে কোনও অংশে কম নয়’
চীন ব্রহ্মপুত্র নদের তিব্বতি অংশ ইয়ারলুং সাংপোতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে। এই প্রকল্পকে ভয়াবহ বিপদের পূর্বাভাস হিসেবে দেখছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, এই বাঁধ শুধু পরিবেশগত উদ্বেগই নয়, বরং অস্তিত্বের জন্যও হুমকিস্বরূপ।