জাতীয় নির্বাচনের আগে নয়, নির্বাচনের পর হবে বিশ্ব ইজতেমা
উপদেষ্টা বলেন, ‘ইজতেমা আয়োজনের সময় বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করতে হয়। কিন্তু নির্বাচনের আগে সেই সুযোগ নেই। তাই উভয় গ্রুপ নির্বাচনের পরে বিশ্ব ইজতেমা আয়োজনের বিষয়ে একমত হয়েছেন।’ তিনি জানান, ঈদুল ফিতরের পর উভয় পক্ষের সঙ্গে পুনরায় বৈঠক করে ইজতেমার তারিখ নির্ধারণ করা হবে। সেই বৈঠকেই ঠিক হবে কোন পক্ষ আগে এবং কোন পক্ষ পরে ইজতেমা আয়োজন করবে। তবে তিনি স্পষ্ট করে বলেন, ‘বিশ্ব ইজতেমা একটি হওয়ার কোনো সুযোগ নেই।’ সাধারণত প্রতিবছর শীতকালে, জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে, গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে অনুষ্ঠিত হয় তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশ হিসেবে পরিচিত।