এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে : সারজিস
এনসিপি শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে নাটোরে এক সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, ‘শাপলা প্রতীক পেতে যেহেতু আইনগত কোনো বাধা নেই। তাই আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়ে অংশগ্রহণ করবে। নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করব, তারা যেন তাদের জায়গা থেকে সঠিক দায়িত্ব পালন করে। অতীত এবং আগামীর একটি দল একটি প্রতীক নিয়ে জনগণেরর কাছে পৌঁছতে পারে। তারা যেন নির্বাচন করতে পারে। যেন কোনো কিছু হাস্যকর না হয়। তাদের জায়গা থেকে নতুন করে তালিকাটা ঠিক করেন।’
তিনি বলেন, ‘এ নির্বাচন কমিশন গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তাদের সক্রিয়তা বজা রাখতে না পারে। যদি কোনো প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের ন্যায় সংগঠিত অধিকার না দেয়। আমাদের শাপলা প্রতীক না দেয়। আমরা মনে করি, এই নির্বাচন কমিশন আগামী নির্বাচনে কমিশন হিসেবে কাজ করার সমস্ত আস্তা হারিয়ে ফেলে।’
নাটোর জেলা শাখার প্রধান সমন্বয়ক প্রফেসর এস এম জার্জিস কাদির বাবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সিনিয়র যুগ্ম সমন্বয়ক আব্দুল মান্নাফ, যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান পিয়াসসহ জেলা-উপজেলার নেতারা।



























