বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ২০:৩৬, ৩১ আগস্ট ২০২৫

জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে: ব্যারিস্টার শামীম 

জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে: ব্যারিস্টার শামীম 
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘গতকাল সন্ত্রাসীরা আমাদের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছিল। পুলিশ বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণ করে সন্ত্রাসীদের প্রতিহত করায় আমরা কৃতজ্ঞ।’ রোববার (৩১ আগস্ট) জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারির পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

তিনি বলেন, ‘এই মুহূর্তে অনেকেই জাতীয় পার্টিকে ব্যান করার কথা বলছে। কিন্তু জাতীয় পার্টি কখনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল না। সন্ত্রাসবিরোধী আইনে কিংবা আরপিও অনুযায়ী কোনো দলের নিবন্ধন বাতিলের যেসব শর্ত রয়েছে, তার কোনোটিই আমাদের দলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। জাতীয় পার্টির বিরুদ্ধে এ ধরনের অভিযোগও নেই। তাই নিষিদ্ধ করার দাবী সম্পূর্ণ অযৌক্তিক। আমরা এতে ভীত নই এবং আশা করছি সরকার ভ্রান্ত দাবিতে ভ্রান্ত সিদ্ধান্ত নেবে না ‘

তিনি আরো বলেন, ‘সবাই প্রস্তুত থাকুন। কোনো আঘাত এলে জবাব দিতে হবে। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন শান্তিপূর্ণ পরিবেশে করব। প্রয়োজনে সবাইকে ঢাকায় আসতে হবে। জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে।’

তিনি আরও জানান, জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে এবং দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে কাজ করছে। দেশটা আমাদের সবার, তাই সবাইকে মিলেই দেশকে বাঁচাতে হবে’। 

সর্বশেষ