২০২৪ সালে বিএনপির আয় ১৫ কোটি, উদ্বৃত্ত ১০ কোটির বেশি

২০২৪ পঞ্জিকা বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা আয় করেছে এবং ব্যয় করেছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা। ফলে ওই বছরে দলটির উদ্বৃত্ত দাঁড়িয়েছে প্রায় ১০ কোটি ৮৬ লাখ টাকা।
রোববার (২৭ জুলাই) নির্বাচন কমিশনে (ইসি) ২০২৪ সালের আর্থিক বিবরণী জমা দেওয়ার পর এসব তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, আয় এসেছে সদস্য চাঁদা, বই-পুস্তক বিক্রি, ব্যাংক সুদ ও এককালীন অনুদান থেকে। ব্যয় হয়েছে কর্মসূচি বাস্তবায়ন, দুর্যোগকালীন সহায়তা, লিফলেট-পোস্টার ছাপাসহ বিভিন্ন খাতে।
এ সময় রিজভী নির্বাচন কমিশনের অতীত ভূমিকার সমালোচনা করে বলেন, “পূর্বের ইসি সরকারের ফ্যাসিবাদী অস্ত্র ছিল, রাতের ভোট করেছিল।” তবে বর্তমান কমিশনের প্রতি প্রত্যাশা জানিয়ে বলেন, তারা যেন দায়িত্বশীল ভূমিকা নেয় এবং সবার আস্থার প্রতীক হয়।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক। এই নিয়ম তিন বছর উপেক্ষা করলে দলের নিবন্ধন বাতিল হতে পারে। বর্তমানে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় ইসি ৫০টি নিবন্ধিত দলকেই চিঠি দিয়েছে।