জুলাই অভ্যুত্থানের অংশীদাররা একে অপরকে হেয় করা বন্ধ করুন: এবি পার্টি

বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ জুলাই অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দল, সংগঠক ও কর্মীদের পরস্পরের প্রতি হেয় করে উস্কানিমূলক বক্তব্য বন্ধ করার আহ্বান জানিয়েছে এবি পার্টি। দেশের ও গণতন্ত্রের স্বার্থে যারা জাতীয় ঐক্যের ভিত্তিতে অকাতরে রক্ত ও জীবন দিয়েছিলেন, তাদের প্রতি সম্মান জানাতে হলে একে অপরের বিরুদ্ধে হিংসাত্মক আচরণ থেকে বিরত থাকতে হবে বলে দলটির নেতারা মনে করেন।
শুক্রবার (১৮ জুলাই) জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে শহীদদের স্মরণে প্রতীকী কফিন রোড মার্চে এসব কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। রাজধানীর বিভিন্ন এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে দলের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, গণঅভ্যুত্থান ও রক্তদানের মূল লক্ষ্য ছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। তবে তা সীমাবদ্ধ থাকলে চলবে না, ভেতরে থাকা স্বৈরতান্ত্রিক মনোভাবও পরাজিত করতে হবে। তিনি জানুয়ারিতে পারস্পরিক সম্মান বজায় রাখার অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দেন, কিন্তু বর্তমানে একে অপরকে ‘চরের দল’, ‘চাঁদাবাজ’ ও ‘রাজাকার’ ইত্যাদি অপমানজনক ভাষায় গালিগালাজ করা হচ্ছে, যা বিভেদ বাড়াচ্ছে।
তিনি গোপালগঞ্জে ফ্যাসিবাদী আওয়ামী-ছাত্রলীগের গণতন্ত্রবিরোধী কর্মসূচি ও চার নিরীহ নাগরিকের নিহত হওয়ার ঘটনাকে সরকারের ব্যর্থতা বলে উল্লেখ করে তীব্র সমালোচনা করেন।
ব্যালিস্টার ফুয়াদ বলেন, জুলাই অভ্যুত্থানের সময় দেশের গুরুত্বপূর্ণ স্থানে লাখো ছাত্র-জনতা ‘লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারও বাপের না’ শ্লোগান দিয়ে দেশের জন্য লড়াই করেছিল। তিনি শহীদদের আত্মত্যাগ ও লাল সবুজের পতাকা রক্ষার মর্ম আমরা যেন ভুলে না যাই বলেও সতর্ক করেন।
তিনি আওয়ামী লীগের পুনর্বাসন প্রচেষ্টাকে তীব্র সমালোচনা করে বলেন, শহীদদের রক্ত ও প্রত্যাশার সাথে বেঈমানি কোনওভাবেই জনগণ মেনে নেবে না। এছাড়া মাদ্রাসা শিক্ষার্থী ও আলেমদের সমাজ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা সরাসরি বিরোধী বলে জানান।
মার্চ ও পথসভায় এবি পার্টির কেন্দ্রীয় ও মহানগর, যুবপার্টি, ছাত্রপক্ষসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
এবি পার্টির এই কর্মসূচি শহীদদের স্মরণ ও ঐক্যের আহ্বান হিসেবে গুরুত্ব পাচ্ছে।