শুক্রবার কমবে বৃষ্টি, দেখা মিলতে পারে রোদের

সারা দেশে কয়েক দিনের টানা বৃষ্টির পর বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (১১ জুলাই) পুরোপুরি না থামলেও বৃষ্টির প্রবণতা অনেকটা কমে আসবে এবং কোথাও কোথাও সূর্যের দেখা মিলতে পারে। তবে এই স্বস্তি স্থায়ী হবে না। শনিবার থেকে আবারও বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এখনো বৃষ্টি অব্যাহত রয়েছে। এ কারণে নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, বুধবার রাজধানীতে ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশের বিভিন্ন জেলায় এখনও মাঝারি থেকে ভারি বর্ষণ চলছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাব থাকায় এই বৃষ্টি আরও কিছু দিন চলতে পারে, তবে পরবর্তী দিনগুলোয় বৃষ্টির ধরণে ওঠানামা থাকবে।