বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৭, ১৮ সেপ্টেম্বর ২০২৫

‘হাসিনার পতনের আগেই প্রফেসর ইউনূসকে সরকার প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়’

‘হাসিনার পতনের আগেই প্রফেসর ইউনূসকে সরকার প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে বলেছেন, ২০২৪ সালের ৪ আগস্ট নতুন সরকার গঠনের প্রস্তুতির অংশ হিসেবে তিনি ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেছেন। সেই সময় তাকে নতুন সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালনের প্রস্তাবও দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালের ৪৭তম সাক্ষীর রেকর্ডিং-এ নাহিদ ইসলাম বিস্তারিতভাবে তার জবানবন্দি দেন। সকাল সোয়া ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ তার বক্তব্য নথিভুক্ত করেন।

তিনি বলেন, গত বছরের ৫ আগস্ট সংবাদ সম্মেলনের মাধ্যমে সকল রাজনৈতিক বন্দির মুক্তি ও অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের দাবি জানানো হয়। পাশাপাশি তিনি উল্লেখ করেন, কোনো ধরনের সেনাশাসন বা সেনা সমর্থিত শাসন এনসিপি মেনে নেবে না।

নাহিদ ইসলাম জবানবন্দিতে বলেন, আন্দোলনের সময় পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। হেলিকপ্টার থেকেও গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে।

তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধানদের এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য দায়ী করেছেন। নাহিদ বলেন, এসব হত্যাযজ্ঞ ক্ষমতা পাকাপোক্ত ও নিরঙ্কুশ করার উদ্দেশ্যে চালানো হয়েছিল।

এছাড়া, তিনি জানিয়েছেন যে, মিডিয়ার মাধ্যমে জানা গেছে, শেখ হাসিনা আন্দোলনকারীদের ওপর হেলিকপ্টার ও নেথাল ওয়েপন ব্যবহারের নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে সংশ্লিষ্ট অপরাধীদের কঠোর শাস্তি দাবি করেন।

জবানবন্দিতে নাহিদ ইসলাম আরও জানান, ৪ আগস্ট শাহবাগে অবস্থান ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরের দিন ৬ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করা হলেও সরকারের পক্ষ থেকে কারফিউ ঘোষণা ও হত্যাযজ্ঞের প্রস্তুতি ছিল। তাই মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে ৫ আগস্ট পালন করা হয়।

তিনি বলেন, সমন্বয়কদের পক্ষে অন্যান্য ছাত্র সংগঠন ও নাগরিক সমাজের সঙ্গে লিঁয়াজো করছিলেন মাহফুজ আলম। এ সময়ই নতুন সরকার গঠনের পূর্বপ্রস্তুতি হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করা হয় এবং তাকে সরকারপ্রধানের দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।

এর আগে, ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। যেহেতু সব বিষয় শেষ হয়নি, তাই ট্রাইব্যুনাল আজ পর্যন্ত মূলতবি রাখে।
 

সর্বশেষ