বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৭:২২, ১৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৭:২৩, ১৫ সেপ্টেম্বর ২০২৫

আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ছবি: সংগৃহীত

জাতীয়করণের প্রক্রিয়া থেকে বাদ পড়া আন্দোলনরত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা শুরু করলে হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটকে দেয়। পরে পরে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আন্দোলনরত শিক্ষকরা পিছিয়ে আবার প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়।

এর আগে, সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় হাজারখানেক শিক্ষক ‘বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদ’ এর ব্যানারে বিক্ষোভে অংশ নেন।

তাদের দাবি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির সুপারিশ অনুযায়ী জাতীয়করণ বঞ্চিত প্রায় ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দ্রুত জাতীয়করণ করতে হবে।

সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক মো. নওশাদ আহমেদ বলেন, 'প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি ও কনসালটেশন কমিটির সুপারিশ অনুযায়ী জাতীয়করণ বঞ্চিত অনধিক ৫ হাজার বেসরকারি বিদ্যালয় দ্রুত জাতীয়করণ করতে হবে।'

সংগঠনের সমন্বয়ক মাহবুবা মালা বলেন, 'জাতীয়করণ না হওয়ায় শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। অন্যের শিশুকে পাঠদান করলেও নিজেদের ভাগ্যের উন্নতি হয়নি।'

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ