আবার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পেছালো। ১২১তম বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৩০ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত।
রোববার (১৪ সেপ্টেম্বর) প্রতিবেদন দাখিলের দিন থাকলেও পিবিআই তা জমা দিতে পারেনি। ফলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান নতুন তারিখ ঠিক করেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীতে খুন হন মাছরাঙা টিভির বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এর পর রুনির ভাই নওশের আলম রোমান মামলা দায়ের করেন।
প্রথমে পুলিশ, পরে ডিবি ও র্যাব তদন্ত করলেও কেউ রহস্য উদঘাটনে সফল হয়নি। হাইকোর্টের নির্দেশে বর্তমানে মামলাটি তদন্ত করছে পিবিআই।