বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৩:৩০, ১৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৪:১৩, ১৪ সেপ্টেম্বর ২০২৫

ফরিদপুর আসন সীমানা ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি

ফরিদপুর আসন সীমানা ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে চলমান অবরোধ প্রসঙ্গে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, রাস্তা অবরোধ করার অধিকার কারও নেই।

রোববার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'যারা রাস্তা অবরোধ করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। কয়েকজনের জন্য লাখো মানুষকে দুর্ভোগে ফেলা কোনোভাবেই সহ্য করা হবে না। আজকের মধ্যে সমাধান না হলে আইন প্রয়োগে সরকার বাধ্য হবে।'

তিনি জানান, 'কোর কমিটির বৈঠকে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সাম্প্রতিক নির্বাচন, পুলিশের প্রশিক্ষণ, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে প্রস্তুতি, ছিনতাই-চুরি-ডাকাতি, সীমান্ত নিরাপত্তা ইস্যু ছাড়াও দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি ফরিদপুরের দুটি ইউনিয়নের সীমানা পরিবর্তন ঘিরে তৈরি পরিস্থিতিও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে।'

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'ফরিদপুরের ওই দুই ইউনিয়নকে পুরোনো আসন থেকে অন্য আসনে স্থানান্তরের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের। সরকার এতে কোনো হস্তক্ষেপ করেনি। কমিশন যথাযথ যুক্তি-তর্ক বিবেচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই পরিবর্তনকে কেন্দ্র করে স্থানীয়ভাবে ক্ষোভের সৃষ্টি হয়েছে।'

তিনি বলেন, 'যদি এলাকাবাসীর সত্যিকারের আপত্তি থাকে, তবে তারা আইনানুগ চ্যানেলের মাধ্যমে দাবি জানাতে পারতেন। কিন্তু রাস্তায় নেমে অবরোধ সৃষ্টি করে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তোলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিছু মানুষের স্বার্থে লাখো মানুষকে ভোগান্তিতে ফেলা যাবে না।'

শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আবারও হুঁশিয়ারি দিয়ে বলেন, 'আজকের মধ্যে পরিস্থিতির সমাধান না হলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে সরকার।'

সর্বশেষ