টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা
টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত একটার দিকে টাঙ্গাইল শহরের জেলা সদর রোডে অবস্থিত কাদের সিদ্দিকীর বাড়িতে ঘটনাটি ঘটে। ঘটনার সময় কাদের সিদ্দিকী নিজ বাসাতেই অবস্থান করছিলেন।
কাদের সিদ্দিকীর ব্যক্তিগত গাড়িচালক লিটন মিয়া জানান, রাত প্রায় ১টার দিকে ১৫ জনের একটি দল অতর্কিতে হামলা চালায়। এ সময় তারা বাসার গ্লাসে ইটপাটকেল নিক্ষেপ করে। দুই তিনজন দেয়াল টপকে বাসার ভিতরে প্রবেশ করে। তাদের বয়স ১৫ থেকে ২০ বছরের মতো। এসময় গ্যারেজে রাখা কাদের সিদ্দিকীর দুটি ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই ঘটনায় আজ দুপুর ১২টায় সংবাদ সম্মেলন ডেকেছেন কাদের সিদ্দিকী।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ‘পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে। দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’



























