বুধবার, ০৬ আগস্ট ২০২৫

|২১ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৫, ২৫ জুলাই ২০২৫

বিমান দুর্ঘটনায় আহতদের সেবা দিচ্ছে চীনা চিকিৎসকদল

বিমান দুর্ঘটনায় আহতদের সেবা দিচ্ছে চীনা চিকিৎসকদল

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় যোগ দিয়েছে চীনা বিশেষজ্ঞদল। শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টায় তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পৌঁছে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করেন।

বর্তমানে ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন ৪২ জন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চীনা চিকিৎসকদল আহতদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে চিকিৎসা পরামর্শ দেবে। পাশাপাশি, সিঙ্গাপুর ও ভারত থেকে আগত বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বিত চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হবে। পরে সার্বিক পরিস্থিতি নিয়ে একটি যৌথ ব্রিফিংও দেওয়া হতে পারে।

চীনা চিকিৎসকদলটি এসেছে হুবেই প্রদেশের উহান থার্ড হসপিটাল থেকে। তাদের আগমনের সময় বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছলে বিমানবন্দরে দলটিকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল হেলথ ইমার্জেন্সি রেসপন্স অনুবিভাগের প্রধান সৈয়দা জেসমিন সুলতানা মিল্কি।

আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিমানবাহিনী যৌথভাবে নজরদারিতে রয়েছে।

বার্ন ইনস্টিটিউট জানিয়েছে, বর্তমানে ব্লাড বা স্কিন ডোনারের কোনো প্রয়োজন নেই এবং সব চিকিৎসা খরচ সরকার বহন করবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।