বুধবার, ০৬ আগস্ট ২০২৫

|২১ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৯, ২৪ জুলাই ২০২৫

আপডেট: ১৭:৪১, ২৪ জুলাই ২০২৫

মাইলস্টোন ট্রাজেডি: ডিএনএ টেস্টে পাঁচ মরদেহের পরিচয় শনাক্ত

মাইলস্টোন ট্রাজেডি: ডিএনএ টেস্টে পাঁচ মরদেহের পরিচয় শনাক্ত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পাঁচজনের মরদেহের পরিচয় নিশ্চিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিটের ডিআইজি মো. জামশের আলী। তিনি জানান, ছয়টি বিকৃত মরদেহের মধ্যে পাঁচটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে এবং সংশ্লিষ্ট পরিবারগুলোকে ইতোমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে।

ঘটনার পর নিখোঁজ ব্যক্তিদের শনাক্ত করতে মালিবাগে সিআইডির কার্যালয়ে ১১ জন স্বজন ডিএনএ নমুনা দিয়েছিলেন, যাদের মধ্যে কিছু পরিবারের একাধিক সদস্যও ছিলেন।

এর আগে গতকাল বুধবার (২৩ জুলাই) সরকার এক তথ্য বিবরণীতে নিখোঁজদের স্বজনদের ডিএনএ নমুনা দিতে অনুরোধ জানিয়েছিল।

উল্লেখ্য, ২১ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত এই দুর্ঘটনায় অন্তত ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

সিআইডি জানায়, বাকি একটি মরদেহের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা চলমান রয়েছে।

প্রমাণিত ডিএনএ পরিক্ষার তালিকা;

১. গৃহীত ০১ (এক) টি নমুনা হতে একজন নারীর ডিএনএ প্রোফাইল পাওয়া যায় যা দাবীদার মো: ফারুক হোসেন ও সালমা আক্তার দম্পতির কন্যাসন্তান (ওকিয়া ফেরদৌস নিধি) প্রমাণিত হয়। (পিএম নাম্বার-৬২৫)

২. গৃহীত ০৬ (ছয়) টি নমুনা হতে একজন নারীর ডিএনএ প্রোফাইল পাওয়া যায় যা দাবীদার মো: বাবুল ও মাজেদা দম্পতির কন্যাসন্তান (লামিয়া আক্তার সোনিয়া) প্রমাণিত হয়। (পিএম নাম্বার-৬২৬,৬৩১,৬৩২,৬৩৩ (৬৩৩-এম৯, ৬৩৩- এম১০, ৬৩৩-এম১১)}

৩. গৃহীত ০২ (দুই) টি নমুনা হতে একজন নারীর ডিএনএ প্রোফাইল পাওয়া যায় যা দাবীদার মো: আব্বাস উদ্দিন ও মোসা: মিনু আক্তার দম্পতির কন্যাসন্তান (আফসানা আক্তার প্রিয়া) প্রমাণিত হয়। (পিএম নাম্বার-৬২৭,৬২৮) 

৪. গৃহীত ০১ (এক) টি নমুনা হতে একজন নারীর ডিএনএ প্রোফাইল পাওয়া যায় যা দাবীদার মো: শাহাবুল শেখ ও মিসেস মিম দম্পতির কন্যাসন্তান (রাইসা মনি) প্রমাণিত হয়। (পিএম নাম্বার-৬২৯)

৫. গৃহীত ০১ (এক) টি নমুনা হতে একজন নারীর ডিএনএ প্রোফাইল পাওয়া যায় যা দাবীদার আব্দুল কাদির ও উম্মে তামিমা আক্তার দম্পতির কন্যাসন্তান (মারিয়াম উম্মে আফিয়া) প্রমাণিত হয়। (পিএম নাম্বার-৬৩০