শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৯, ১৮ জুলাই ২০২৫

দেশে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের উদ্যোগ 

দেশে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের উদ্যোগ 
ছবি: ইন্টারনেট

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের লক্ষ্যে জাতিসংঘ ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ইউএনএইচআরসি)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার টুর্ক এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম তিন বছরের জন্য এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই উদ্যোগের লক্ষ্য হলো বাংলাদেশে মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়নে সক্রিয়ভাবে সহায়তা প্রদান।

গত আগস্ট থেকে বাংলাদেশে ইউএনএইচআরসি’র সম্পৃক্ততা বাড়তে থাকে। কার্যালয়টি ইতোমধ্যে মানবাধিকার সংস্কারে সহায়তার পাশাপাশি বিভিন্ন অংশীজনের সঙ্গে যৌথভাবে কাজ করছে এবং গণআন্দোলনে প্রাণঘাতী দমন-পীড়নের বিষয়ে তথ্য সংগ্রহ করছে।

হাইকমিশনার টুর্ক বলেন, “এই সমঝোতা স্মারক বাংলাদেশের পক্ষ থেকে মানবাধিকারের প্রতি একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকারের প্রতিফলন। এটি আমাদের সরকার, নাগরিক সমাজ ও অন্যান্য অংশীজনদের সঙ্গে সরাসরি মাঠপর্যায়ে কাজ করার সুযোগ এনে দেবে।”

নতুন কার্যালয় থেকে দেশব্যাপী মানবাধিকার প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও ক্ষমতায়নমূলক নানা কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

সম্পর্কিত বিষয়: