শনিবার, ০৯ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৫:১৬, ৫ জুলাই ২০২৫

আকিজ ডেইরিতে টিএসএম পদে নিয়োগ

আকিজ ডেইরিতে টিএসএম পদে নিয়োগ

দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান আকিজ ডেইরি লিমিটেড ‘টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম)’ পদে ১০ জনকে নিয়োগ দেবে। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২ জুলাই।

যোগ্যতা হিসেবে আবেদনকারীদের বিবিএ বা এমবিএ ডিগ্রিধারী হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ২৪ থেকে ৩৪ বছরের মধ্যে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন।

নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশের যেকোনো স্থানে কাজের দায়িত্ব পালন করতে হতে পারে। চাকরিটি পূর্ণকালীন। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের জন্য থাকবে টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বীমা, চিকিৎসা ভাতা, বার্ষিক বেতন পর্যালোচনা এবং বছরে দুটি উৎসব বোনাসের সুবিধা।

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৩১ জুলাই ২০২৫।