বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪২, ১৫ জুলাই ২০২৫

একসঙ্গে বিষপান, মেয়ের মৃত্যু হাসপাতালে মা

একসঙ্গে বিষপান, মেয়ের মৃত্যু হাসপাতালে মা
ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে ঝগড়ার পর অভিমান করে মা ও মেয়ে একসঙ্গে বিষপান করেন। হাসপাতালে নেওয়ার পর ১৮ বছর বয়সী মেয়েটি মারা যান, আর মা পারুল বেগম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। মৃত জান্নাত আক্তার একই গ্রামের রাঢ়ী বাড়ির বাসিন্দা জয়নাল আবেদীনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে জয়নাল আবেদীন তার স্ত্রী পারুল বেগম ও মেয়ে জান্নাতকে বকাঝকা করেন। এরপর তিনি নিজের স্টেশনারি দোকানে চলে যান। দাম্পত্য জীবনের দীর্ঘদিনের টানাপড়েনের একপর্যায়ে রাগ ও ক্ষোভে মা ও মেয়ে একসঙ্গে বিষপান করেন।

প্রথমে বিষয়টি পরিবারের কেউ বুঝতে না পারলেও পরে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় জান্নাত আক্তারের মৃত্যু হয়। আর পারুল বেগম এখনও হাসপাতালের চতুর্থ তলায় মৃত্যুশয্যায় রয়েছেন।

জান্নাতের মৃত্যুর পর ময়নাতদন্ত ছাড়াই লাশ বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তার বাবা জয়নাল আবেদীন।

ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই সুজন নন্দী হাসপাতালে এবং ফরিদগঞ্জ থানার এসআই জাকির ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেন।

এলাকাবাসীরা জানান, ওই পরিবারে প্রায়ই কলহ লেগে থাকত।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জান্নাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
 

সর্বশেষ