চাঁদপুরে লেক থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার, গ্রেফতার ৭ সহপাঠী
চাঁদপুর শহরের একটি লেক থেকে আল-আমিন (১৭) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে স্থানীয়রা তাকে লেকের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আল-আমিন সম্প্রতি চাঁদপুরের গনি স্কুল থেকে এসএসসি পাস করেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, সে রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রমজান আলী প্রধানিয়ার ছেলে। বর্তমানে তাদের পরিবার শহরের মমিনপাড়া এলাকায় বসবাস করে।
শনিবার বিকেলে বাসা থেকে বের হয়ে শহরের ‘অঙ্গীকার সম্মুখে’ লেকপাড় এলাকায় কয়েকজন সহপাঠীর সঙ্গে সময় কাটাচ্ছিলেন আল-আমিন। রাত ৯টার দিকে হঠাৎ করেই তাকে লেকের পানিতে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর স্বজনরা তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, নিহতের চোখে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্তের অংশ হিসেবে আল-আমিনের সাতজন সহপাঠীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আল-আমিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল প্রাঙ্গণে ভিড় করেন স্বজন ও এলাকার মানুষ। কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। নিহতের পরিবার অভিযোগ করেছে, এটি নিছক দুর্ঘটনা নয়; পরিকল্পিতভাবে কিশোর গ্যাং সদস্যরা আল-আমিনকে হত্যা করে লাশ লেকে ফেলে দিয়েছে।
চাঁদপুর মডেল থানার ওসি ও সদর সার্কেল ঘটনাস্থলে এবং হাসপাতালে গিয়ে পরিবারের কাছ থেকে বিস্তারিত শুনেছেন। স্বজনরা দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।



























